Type to search

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে শোক দিবসের প্রস্ততি সভা

চৌগাছা

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে শোক দিবসের প্রস্ততি সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহারের সভাপতিত্বে ও আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলামের সঞ্চালনায় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগন সভায় অংশ নেন। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়ার পাশাপাশি জাতীয় শোক দিবসে হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।