চৌগাছা মোবাইল সার্ভিসিং দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই

চৌগাছা মোবাইল সার্ভিসিং দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই
চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ
চৌগাছা উপজেলার মেইন স্ট্যান্ডে সংলগ্নে রুহুল আমিন (২২) মোবাইল সার্ভিসিং এর দোকানে আগুন লেগে দোকানের মালামাল ক্ষতি হয়েছে। সোমবার (১ আগস্ট) বাজারের মেন স্টান্ড পাশে মোবাইল সার্ভিসিং এর দোকান যন্ত্রাংশ আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়েছে। মোবাইল সার্ভিসিং এর দোকানের মালিক রুহুল আমিন বলেন নিয়মিত প্রতিদিনের ন্যায় অনুমান রাত ৮টার সমায় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম পরে পাশের দোকানদারের ফোন করে বলেন দোকানে আগুন লেগেছে তখন দোকানে এসে ফায়ার সার্ভিস খবর দিলে আগুন নিভিয়ে চলে যায়। দোকানে মাল্টিপ্লাকের শর্ট সাটিকেটর কারণে আগুন ধরে যায় । ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এলে চলে যায়।