চৌগাছা পৌর এলাকার ৯০ ইমাম-মোয়াজ্জিনকে ঈদ উপহার প্রদান
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা পৌর এলাকার ৪১টি মসজিদের ৯০ জন ইমাম, মোয়াজ্জিন ও খাদেমকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শহরের একজন ব্যবসায়ী ও একজন বেসরকারী চাকুরিজীবি তাদের ব্যক্তিগত অর্থে এই উপহার সামগ্রী মসজিদগুলিতে পৌছে দিয়েছেন।
উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে পোলাও চাল, সেমাই, সুজি, তেল, চিনি, নুডলস, গুড়োদুধ ও সাবান।
রোব ও সোমবার বেসরকারি ইন্সুরেন্স কোম্পনী ‘মেটলাইফে’র চৌগাছার ইউনিট ম্যানেজার আলমগীর হোসেন লিটন এবং ঢাকার টেক জায়ান্ট কনসাল্টটিং বাংলাদেশ লিমিটেড ও চ্যালেঞ্জার হলিডেজ এর পরিচালক আমিনুর রহমান পলাশ শহরের ৪১টি মসজিদগুলিতে এই উপহার সামগ্রী পৌছে দেন বলে জানিয়েছেন।