চৌগাছা পাঁচ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল মোটরসাইকেল সহ একজন আটক

চৌগাছা,(যশোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছা ৫কেজি গাঁজা ও ৫০বোতল ফেনসিডিল সহ সোহেল রানা (২৪) গ্রেফতার করেন পুলিশ। রবিবার (৭আগষ্ট) অনুমান সময দুপুর ২ টার পৌরসভার ভিতরে পাকিস্তান রোড আবজাল হোসেনের বাড়ির সামনে থেকে চৌগাছা থানার পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে ৫কেজি গাঁজা,৫০ বোতল ফেনসিডি ও একটি মোটরসাইকেল সহ ঝিকরগাছা উপজেলার কামতলা
গ্রামের ইমামুল হোসেনর ছেলে মাদক ব্যবসায়ী সোহেল রানা (২৪) আটক করেন । এই সময় মাদকদ্রব্য উদ্ধারের নেতৃত্ব দেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ, এ আই বিপ্লব সরকার ,এ এস আই বাবুল আক্তার সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চৌগাছা থানায় মাদক দ্রব্যের আইনে মামলা হয়েছে।