Type to search

চৌগাছা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের এক নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

যশোর

চৌগাছা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের এক নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ শুক্রবার রাত ৮ টার দিকে চৌগাছা উপজেলা বেরগোবিন্দপুর ব্রিজের নিকট চৌগাছায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাইম হুসাইন ও যুবলীগের নেতা মিঠুন বিশ্বাসকে এলাকার চিহÍ্রত সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক আহত করে ফেলে রেখে যায় । আহতের উদ্ধার করে এলাকার জনগণ ও পুলিশ প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করে । উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুরজ্জামান রাজ ুঘটনার সত্যতা নিশ্চত করেছেন। এবিষয় চৌগাছা থানা অফিসার ইনচার্জ বলেন, ঘটনাাটি সত্য তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা নিবেন বলে জানান।