
শ্যামল দত্তচৌগাছা থেকেঃ
চৌগাছা উপজেলার কৃষি অফিসার সমরেন বিশ্বাস নির্দেশে নারায়ানপুর ইউনিয়ন কৃষকরা ১৫০ বস্তা ইউরিয়া সার সুলভ মূল্যে পেয়েছেন। মঙ্গলবার (৩০আগষ্ট) চাঁদপাড়া বাজারে নারায়ানপুর ইউনিয়ন বি এ ডি সি সারের ডিলার তিনার মাধ্যমে ১৫০ বস্তা ইউরিয়া সার সুলভ মূল্যে নারায়নপুর কৃষকদের মাঝে বিতারণ করা হয়েছে। ইউরিয়া সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন সরকার, বি এ ডি সি সারের ডিলার ইউনুচ আলী দপাদির সহ নানপুর ইউনিয়নের পূর্ণমান ব্যক্তিবর্গ ও কৃষকেরা উপস্থিত ছিলেন। সুলভ মূল্যে কৃষি ইউরিয়া সার পেয়ে কৃষকদের খরচ কমলো এবং তারা খুশি।