চৌগাছা কিশোরদের নিয়ে বয়সন্ধিক কালীন সচেতন মূলক প্রশিক্ষণ
শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ ঃ
চৌগাছায় ধূলিয়ানী সম্মেলনী মধ্যমিক বিদ্যালয় ১০০জন স্কূল ছাত্রীর দের নিয়ে বয়সন্ধিক কালে ও মাতৃ স্বাস্থ্য স্বাস্থ্যের মূল শিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি (২৮জুলাই) বেলা ১১টায় ধূলীয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পল্লী উন্নয়ন বোর্ড আয়োজনে বাল্যবিবাহ উপশস্ত্র মূলক আলোচনা। কিশোরীদের বয়সন্ধিকালীন মাতৃ স্বাস্থ্য সচেতনা প্রশিক্ষণের আলোচনা উপজেলা (ভূমি) সরকারি কমিশনার গুঞ্জন বিশ্বাস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূলীয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোহাব্বত আলী, স্বাগত বক্তব্য দেয় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার তরিকুল ইসলাম, মাঠ সংগঠন শামছুরনাহার, মুঞ্জুয়ার বেগম। অনুষ্ঠান শেষে ১০০জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও সঞ্চয়ী প্রণোদনা বিতারণ করেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।