Type to search

চৌগাছায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

অন্যান্য

চৌগাছায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিধিনি
যশোরের চৌগাছায় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যশোর এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, নির্বাহী সদস্য রেজওয়ান হাবিব আলিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রভাষক সবুজ হোসেন, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, সুমন হোসেন, ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেফাউন ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইশতিয়াক আহমেদ, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ও জনি হোসেন, পাতিবিলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক আকিমুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, মিনহাজুর রহমান জিসাদ, পাভেল হোসেন, যুবলীগ নেতা সকল ইসলাম, সবুজ হোসেন প্রমুখ।
একইদিন বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাসস্ট্যান্ডের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাস্টার তসলিমুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আওরঙ্গজেব চুন্নু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন, সিংহঝুলী ইউনিয়ন সভাপতি শামছুর রহমান টিয়ে, সাধারণ সম্পাদক নেতা হাফিজুর রহমান নিপু, মহিদুল ইসলাম, নাজির উদ্দিন, ছাত্রলীগ নেতা এমএ করিম, রুবেল হোসেন ও সোহেল দেওয়ান, ফয়সাল, জিসান প্রমুখ।