Type to search

চৌগাছায় হোটেলসহ তিন দোকানিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

যশোর

চৌগাছায় হোটেলসহ তিন দোকানিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আইন অমান্য করে দোকান খোলা রেখে করনা ভাইরাস সংক্রমনে সহায়তা করায় সোমবার বেলা ১২টা থেকে বেলা ১২ টা ৪৫ মিনিটের মধ্যে শহরের এসব ব্যবসায়ীদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে শহরের হাইস্কুল সড়কের বিসমিল্লাহ হোটেলের মালিক আনিছুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা, জামে মসজিদ সড়কের লিটন মার্কেটের মাসুদ ক্লথ ষ্টোরের মাসুদের নিকট থেকে ২ হাজার টাকা, একই মার্কেটের রিপন ক্লথ স্টোরের রিপন হোসেনের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টার পর শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া উপজেলার সকল দোকান বন্ধ এবং সন্ধ্যা ৭টার আগ পর্যন্ত শুধুমাত্র ঔষধ, মুদিখানা, কাঁচা বাজার ও খাবাররের দোকান খোলা থাকবে বলে নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন অফিসার জাহিদুল ইসলাম।