Type to search

চৌগাছায় স্বতন্ত্র প্রার্থী মনিরের মতবিনিময় সভা

চৌগাছা

চৌগাছায় স্বতন্ত্র প্রার্থী মনিরের মতবিনিময় সভা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে যশোর মেইন বাস-স্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির। উপজেলা আওয়ামী লীগের সদস্য এ বি সিদ্দিক মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুসা মাহমুদ এবং উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, ঝিকরগাছা জাহাঙ্গীর আলম মুকুল, চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম,ঝিকরগাছা পূজ উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক দ্ত্ত ।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার ফারুক আহমেদ, স্বরপদাহ ইউপির সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন বকুল, চৌগাছা সি এম আই টির ব্যাবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ম-আহবায়ক এম এ করিম, রুবেল হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।