চৌগাছায় সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ
সোনালী ব্যাংক লিঃ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জি.সি.বি আদর্শ কলেজ এর শিক্ষর্থীদের অনলাইনে বিবিধ ফি ও চার্জ আদায়করণ কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি ) সোনালী ব্যাংকের নিজ কার্যালায়ে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে বিবিধ ফি ও চার্জ আদায়করণ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ম্যানেজার ফারুকজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন,এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সালাউদ্দিন, যশোর নর্থ আইটি অফিসার সোনালী ব্যাংক তোফিক হোসেন, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ডাঃসাইফুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, জে.সি.বি আদর্শ কলেজের অধ্যক্ষ সাংবাদিক আবু জাফর, এ বি সি ডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, পাশাপোল ও আমজামতাল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আজিজুর রহমান, ছারা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তসলিমুর রহমান, অনুষ্ঠান শেষে অনলাইন লেনদেনের সুবিধার্থে জে সি বি আদর্শ কলেজের অনলাইনের যাবতীয় শিক্ষার্থীদের ভর্তি ফি ও কলেজ শিক্ষকের বেতন-ভাতা আদান প্রদান করা হবে চুক্তি স্বাক্ষর।