Type to search

চৌগাছায় সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হামিদ মল্লিক এর গণসংযোগ অব্যাহত

যশোর

চৌগাছায় সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হামিদ মল্লিক এর গণসংযোগ অব্যাহত

শ্যামল দত্ত চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ান পরিষদ নির্বাচন উক্ত ৩ নং সিংহঝুলী ইউনিয়ন চেয়াম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী যুবরীগের আহবায়ক কমিটির সদস্য তরুন সমাজ সেবক হামিদ মল্লিক এলায় ব্যাপক গণসংযোগ করেন। ২২ ফের্রুায়ারি রোজ সোমবার দিন ব্যাপি গণসংযোগ করেন জাহাঙ্গিরপুর ,গরিবপুর ,পিতাম্বারপুর সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা রিজাউল ইসলাম,যুবলীগ নেতা হাছানুর রহমান,শরীফ জুয়েল,আশিক মল্লিক,মাষ্টার মান্দার হোসেন,যুবলীগনেতা আলী মল্লিক,মনিরুজ্জামান মল্লিক,আক্তরুজ্জামান,ছাত্র লীগ নেতা সাজ্জাদ মল্লিক,রাকিব দেওয়ান, মাছুম দেওয়ান ,গোলামমোস্তফা,আতিয়ার রহমান,সহ ইউনিয়নের বেক্তি বর্গ উপস্থিত ছিলেন।