Type to search

চৌগাছায় সরকারি ধান ক্রয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

যশোর

চৌগাছায় সরকারি ধান ক্রয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় আমন মৌসুমের সরকারি ধান ক্রয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা দশটায় উপজেলা পরিষদ হল রুমে এই লটারি কার্যক্রম হয়।
লটারি করে উপজেলার ১১ ইউনিয়ন এবং ১টি পৌরসভার ১৮ হাজার ৭৪৩ জন কৃষকের মধ্যে ১৮৬৮ জন কৃষক বাছাই করা হয়েছে।
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপস্থিত ছিলেন সহাকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইইপি চেয়ারম্যান তবিবর রহমান খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা পলাশ আহমেদ, সহকারী প্রোগ্রামার আতিকুর রহমান উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *