Type to search

চৌগাছায় সরকারি খাদ্য পেলেন পত্রিকা হকার

যশোর

চৌগাছায় সরকারি খাদ্য পেলেন পত্রিকা হকার

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছার পত্রিকা হকারদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব মেনে উপজেলার ১৪ জন পত্রিকা হকারকে ২য় বারের মত এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু,সাধারণ সম্পাদক অমেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত,অফিস সহকারী ও কাম কম্পউটার অপেটার সুজন দত্ত, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ প্রমুখ। করোনাকালে এরআগে একবার উপজেলার ১০ পত্রিকা হকারকে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী দেয়া হয়।