চৌগাছায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের নেতা নিহত
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের হামলায় আনিচুর রহমান (৫৫) নিহত হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামের (উত্তরপাড়ায়) বাড়ীর পাসের মোড়ে চা এর দোকানে এ ঘটনা ঘটে। নিহত আনিচুর রহমান জগনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল ডাক্তারের ছেলে ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আশারফ হোসেন আশার সহদর। তিনি উপজেলা সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগর সহ-সভপাতি ছিলেন।
নিহত আনিচুর রহমানের মেজে ভাই পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমান জানান, ‘আমার ভাই একজন নিরিহ ও গ্রাম্য ডাক্তার, পুকুরে মাছের চাষ আছে’।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যারপর বাড়ীর পাশে চা এর দোকানে বসে চা পনা করছিল। দোকানদার আনিচুরকে বসিয়ে রেখে ইশার নামাজ পড়ে আসার পথে । এসময় ৭/৮ জন চিহ্নিত সন্ত্রাসী আকষ্কিক তার উপরে দেশীয় অস্ত্র দিয়ে এলাপাতাড়ি মারপিট করে মাথা ও হাত-পা ভেঙ্গে দেয়। দোাকানে বসে থাকা একই গ্রামের মৃত মহাসিন বিশ্বাসের ছেলে আব্দুস সালাম (৩০) বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা রানী তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে আনিচুরের মৃত্যু হয়। আব্দুস সালাম চিকিৎসাধীন রয়েছেন।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ মোতায়েন আছে,যাতে আইন সৃংখলার কোন অবনতি না হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীণ। আসামিদের আটকের চেষ্টা চলছে।