Type to search

চৌগাছায় শিক্ষক অভিজিৎ রায়ের উদ্যোগে শিক্ষর্থীর মাঝে খাদ্য সহয়াতা প্রদান

যশোর

চৌগাছায় শিক্ষক অভিজিৎ রায়ের উদ্যোগে শিক্ষর্থীর মাঝে খাদ্য সহয়াতা প্রদান

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ

যশোরের চৌগাছায় সহকারি শিক্ষক সমাজের নেতা অভিজিৎত কুমার রায়ের উদ্যোগে শনিবার সকালে ধুলিয়নিী ইউনিয়ানে শাহজাদপুর সরকারি প্রাথমিক মাঠে  প্রাথমিক শিক্ষার্থ অভিভাবক ও কর্মহীন ৬শ দুস্থপরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায় তার নিজের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার ফারুক হোসেন ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সহ-কারী শিক্ষক সহ- জামাল হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ।