চৌগাছায় রিয়াদ মাহমুদ চিকিৎসক হতে চায়
চৌগাছা (যশোর) প্রতিনিধি
রিয়াদ মাহমুদ চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আছিরন নেছা দম্পতির একমাত্র পুত্র। তার পিতা বাজেখড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা ইশারন নেছা আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা। ভবিষ্যতে রিয়াদ মাহমুদ চিকিৎসক হতে ইচ্ছুক।