চৌগাছায় রাস্তা শুভ উদ্বোধন ও বিভিন্ন শিল্পগষ্টির মধ্যে বাধ্যযন্ত্র বিতারণ
শ্যামল দত্ত (যশোর) প্রতিনিধিঃগত কাল দুপুরে ১ টার সমায় জগদিশপুর ইউনিয়ান পরিষদ থেকে মাড়–য়া বাজার পর্যন্ত ১কিঃ৭৫৩মিঃ রাস্তা উদ্বোধন করেন যশোর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন ,উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,্্উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগীর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান,সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধরী, যুগ্নসাধারণ সম্পাদক ও জগীদীশপুর ইউপি চেয়ারম্যান তবীবর রহমান খাঁন,উপজেলা আওযামীলীগীর যুগ্নসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহম্মেদ,উপজেলা আওয়ামলীগীর নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান,উপজেলা প্রকৌশলী বারীক হোসেন,যুবলীগের যুগ্নআহব্বাক শরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তার সম্পাদক শেখ মইনুর হাছান বাচ্ছু, পৌর সেচছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান,ছাত্রলীগের সভাপতি ইব্রইম হোসাইন, সাধারণ সম্পাদক সফিকুরজ্জামান রাজু, থানা পরর্যায় আওয়ামীলীগের স্থানিয় নেতৃবৃন্দ গণ উপস্থিছিলেন। রাস্তার কাজ শুরুকরেন ৭/১২/১৯ ব্যায় হয় ১.৪৪৬৮৫০২ টাকা রাস্তাটি শুভ উদ্বোধন হয়।বিকালে উপজেলা হল রুমে বিভিন্ন শিল্পগষ্ঠির মাঝে বাধ্যযন্ত্র বিতারণ করেণ যশোর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।