চৌগাছায় মৎসাজীবি লীগের নেতার বাবা পরলোকগমনে জেলা নের্তৃবৃন্দের শোক
শ্যামল দত্ত(যশোর)চৌগাছা থেকেঃ চৌগাছা মৎসাজীবি লীগের নেতা দেব মিত্রর বাবা ফুলসারা ইউনিয়ান ৪নং আওয়র্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সুবাস মিত্র(শিবু) ৬০ স্ট্রোক জনিত কারনে যশোর ২৫০ শয্য হাসপাতালে পরলোকগমন করেন ।সন্ধ্যা৬ টায় তিনার সমাধি দেওয়া হয়। তিনা আত্মার শান্তি কামনায় বিবৃতী দিয়েছেন যশোরজেলা মৎসস্যজীবিলীগের সভাপতি ডাঃ মোঃ আবু তোহা,সাধারণ সম্পাদক সেলিমরেজা বাদসা,চৌগাছা মৎস্যজীবিলীগের আহবায়ক আবুল কাশেম,যুগ্নআহবায়ক শ্যামল দত্ত,মৎস্যজীবিলীগের নেতা মাহমুদুল ইসলাম,খড়িঞ্চা মৎস্যজীবির সভাপতি লক্ষন চন্দ্র হালাদার,সাধারণ সম্পাদক ভরত চন্দ্র বিশ্বাষসহ
এলাকার মৎস্যলীগের নেত্রিবিন্দ বিবৃতী দিয়েছেন।