Type to search

চৌগাছায় মানীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এস এমই ঋণ বিতারন অনুষ্ঠত

চৌগাছা

চৌগাছায় মানীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এস এমই ঋণ বিতারন অনুষ্ঠত

 

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছায় ”বিআরডিবি থেকে এস এমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখন এই স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এস এমই ঋণ বিতারণ অনুষ্ঠত হয়। ২৫ আগষ্ট রোজ বুধবার বেলা ১১ টার সমায় উপজেলা হলরুমে চৌগাছা পল্লী উন্নয়ন র্বোড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতারণ করা হয়। অনুষ্ঠানে মোট ৪২ জন উদ্যোক্তকে ৬৬ লক্ষ টাকা প্রণোদনা এস এমই ঋণ দেয়া হয়। এর মধ্যে ২২ জনকে দুই লক্ষ টাকা টাকা করে,১৯ জনকে এক লক্ষ টাকা করে ,এক জনকে ৩ লক্ষ প্রণোদানা ঋণ দেয়া হয়েছে। দুই বছর মেয়াদী এসব ঋণ গ্রহিতার কাছ থেকে প্রথম বছরের প্রথম দুই মাস কান কিস্তি নেয়া হবেনা । এর পর এক মাস পরপর ঋণের কিস্তি পরিশোধ করবেন গ্রহীতারা। ঋণ বিতাণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন বিআরডিবি যশোরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান,বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান,অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরডিবি”র চেয়ারম্যান ওলিয়ার মৃধা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) বি এম কামরুজ্জামান,উপজেলা কৃষিকর্মকর্তা সমরেন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয় সম্পাদক সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু ,বিআরডিবি”র জুনিয়ার হিসাব কর্মকর্তা (হিসাব) নাসির উাদ্দিন,হিসাব সহকারীআবু সাঈদ প্রমুখ।