Type to search

চৌগাছায় মাধকম কারবারি হামলায়২ র‌্যাব সদস্য জকম ও ফেনসিডিল সহ ২ নারী আটক

চৌগাছা

চৌগাছায় মাধকম কারবারি হামলায়২ র‌্যাব সদস্য জকম ও ফেনসিডিল সহ ২ নারী আটক

চৌগাছা (যশোর)  প্রতিনিধিঃ

চৌগাছায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে চিহ্নিত মাদক কারবারী মহিউদ্দিন লাল্টু বাহিনীর সদস্যরা । তাদের হাতে ঝিনাইদহ র‌্যাবের দুই সদস্য রক্তাক্ত জখম হয়েছেন। একপর্যায় র‌্যাবের অভিযানে মহিউদ্দিন লাল্টু বাহিনী পিছু হাটতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৭টা ৩০ মিনিটে  উপজেলার  সুখপুকুরিয়া ইউনিয়নের    রাজাপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারী লাল্টুর বসতবাড়ি প্রাঙ্গনে। পরে র‌্যাব লাল্টুর বাড়ি থেকে৪৬ বোতল ফেনসিডিলসহ স্ত্রী চম্পা বেগম ও মেয়ে মীম খাতুনকে আটক করেছে। একই সাথে ঘটনাস্থল থেকে একটি হাসুয়া, দুইটি দা, একটি হাতুড়ি ও একটি রড উদ্ধার করেছে। এ ঘটনায় র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি ও অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, লাল্টু ও তার ভাই আনিস উদ্দিন ও ওই এলাকার আব্দুর রহমানের স্ত্রী সুখজান বেগম। আহত র‌্যাব সদস্য এএসআই মাহফুজুর রহমান ও আরেক সদস্য ওমর ফারুককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে তারা খবর পান লাল্টুর বাড়িতে মাদক রয়েছে। তাৎক্ষনিক তারা সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের ওই দুই সদস্য রক্তাক্ত জখম হন। এক পর্যায় অন্যআসামিরা পালিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারী ওই মাদক কারবারিসহ জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।