চৌগাছায় বিএনপি ও যুবদলের পাঁচশতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় কর্মহীন হয়েপড়া ৫শ ৫০ পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি ও যুবদল।
শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কাঁচা বাজারস্থ কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নির ব্যক্তিগত অর্থায়নে ও চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামের তত্বাবধানে ৩শ কর্মহীন, দিন মজুর, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুরাদুন্নবী, চৌগাছা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, কৃষক দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও চৌগাছা উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু মুছা, যুগ্ম আহবায়ক এস এম মিলন, জগিদশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম, আব্দুল লতিফ লতা, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল, সাবেক সাধারণ সম্পাদক নজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফারুজ্জামান সাইফার, সাধারণ সম্পাদক আবু জাফর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম প্রমুখ।
একই সময়ে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের পক্ষে শহরের বেলা প্রি-ক্যাডেট স্কুলে ২শ ৫০ পরিবারে খাদ্য সহায়তা বিতরন করা হয়। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নানের সার্বিক সহযোগিতায় শ্রমজীবি ও কর্মহীন ২শ ৫০টি পরিবারে এ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার ও এম এ সালাম, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক আলী, সোহরাব হোসেন ও আনিসুর রহমান কাউন্সিলর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, যশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল, সাধারণ স¤পাদক আনছারুল হক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক নাজমুল হোসেন বাবুল, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলিবুদ্দিন খান, উপজেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক এম এ মান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক প্রমুখ।