চৌগাছায় ফেনসিডিল ও গাজাঁ সহ ১ জন আটক

চৌগাছা(যশোর)প্রতিনিধিঃগত কাল শুক্রবার গভীর রাতে গোপন সংবাদ ভিত্তিতে বল্লভপুর গ্রামে মৃত হাসেম আলীর ছেলে সাবদার(৪৫) কে নিজ বাড়ি থেকে ১৪০ বোতল ফেসিডিল ও ৫ কেজি গাজাঁ সহ গ্রেপ্তার করে চৌগাছা থানার পুলিশ ।নেতৃত্বে দে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব,এস আই বিপ্লাব রায়, নজরুল ,এ এস আই মান্নান,ফোর্সসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সাবদার(৪৫)গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।