Type to search

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পানিতে ডুবে আমীর হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠ-চাকলা গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। একই ঘটনায় শিশির (৭) নামে আরেক শিশুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাঠ-চাকলা গ্রামের বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রতিবেশি চাচা জোহর আলী বলেন বুধবার সকালে দিকে দুই শিশু বাড়ির পাশের বিলের পানিতে খেলছিল। এ সময় আমীর হামজা বিলের একপাশে খুড়ে রাখা আপাতে (গর্তে) পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আমীর হামজাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত শিশিরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুজহাত নুয়েরী সাওসান বলেন হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আর আহত শিশুটিকে আমরা ভর্তি রাখতে চেয়েছিলাম। তবে শিশুটির স্বজনরা তাকে যশোরে নিতে চাওয়ায় তাকে রেফার করা হয়েছে।