Type to search

চৌগাছায় ধান, চাল, গম ক্রয় ও করোনা প্রতিরোধ বিষয়ে সভা

যশোর

চৌগাছায় ধান, চাল, গম ক্রয় ও করোনা প্রতিরোধ বিষয়ে সভা

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছায় ধান, চাল ও গম ক্রয়, ত্রাণ বিতরণ, খাদ্য বান্ধব কর্মসূচি ও করোনা প্রতিরোধ বিষয়ে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, চৌগাছা সদর, ধুলিয়ানী ও নারায়নপুর ইউপির প্যানেল চেয়ারম্যান যথাক্রমে জালাল উদ্দিন, শাহিনুর রহমান ও কামাল মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ আহমেদ, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শ্যামর দত্ত প্রমুখ।
সভায় চলতি বোরো মৌসুমের ধান ও চাল এবং গম ক্রয়, ত্রাণ বিতরণ, খাদ্য বান্ধব ১০টাকা কেজির চালের কার্ড, আওয়ামী লীগের ত্রাণ কমিটির সমন্বয় এবং করোনা সংক্রমন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।