চৌগাছায় ধানক্ষেতে বজ্রপাতে অনাগত সন্তানের মুখ দেখা হলো না কৃষকের
শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থাকে নর চারা রোপন করার সময় টিটো (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা মোশারফ হোসেন (৫৫) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা জগদীশপুর ইউনিয়নের কান্দি গ্রামের বাসিন্দা।
গ্রামের বাসিন্দা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউসির) গবেষণা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে টিটো ও তার বাবা মোশারফ হোসেন গ্রামের দক্ষিণ মাঠে আমন ধানের চারা রোপন করছিলেন। দুপুর আড়াইটার দিকে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত শুরু হলে তারা বাড়ি ফেরার প্রস্ততি নেয়ার সময় হঠাৎ বাজ পড়ে। এতে ঘটনাস্থলে টিটোর মৃত্যু হয় এবং তার পিতা মোশারফ হোসেন আহত হয়। আহত মোশাররফকে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত টিটো এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গ্রামের বাসিন্দা জগদীশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও কান্দি মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।