Type to search

চৌগাছায় ছাত্রলীগ নেতার মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগর

চৌগাছায় ছাত্রলীগ নেতার মৃত্যুবার্ষিকী পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে নিজ গ্রাম বুন্দেলিতলার স্থানীয় বিএনপি কর্মীদের হামলায় মরাত্মক আহত হলে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২ দিন পর ঢাকায় নেয়ার পথে ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমজেদ আলীর সভাপতিত্বে ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য রেজওয়ান হাবিব আলিফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা হাসান রেজা, আকরামুল ইসলাম, মিকাইল, আলমগীর হোসেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসূফ আলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল, সুমন, মেহেদী, রিফাত, অন্তু, শাকিল, নিশাত, ফয়সাল, ইসমাইল, ইমান আলী প্রমুখ।