Type to search

চৌগাছায় চিকিৎসকসহ ৫ জন নতুন করে করোনা আক্রান্ত

যশোর

চৌগাছায় চিকিৎসকসহ ৫ জন নতুন করে করোনা আক্রান্ত

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা খেকেঃ
যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. হাবিবুন্নাহার ফোয়ারাসহ নতুন করে ৫জন করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি।
এনিয়ে চৌগাছায় মোট করোনা রোগির সংখ্যা দাড়ালো ২৯ এ। এদের মধ্যে ১৬ জনই সুস্থ হয়েছেন।
আক্রান্ত অন্যরা হলেন শহরের কুঠিপাড়া গ্রামে গত ২৩ জুন সনাক্ত হওয়া শাহিন আলমের স্ত্রী রওশনারা (৩২) এবং ছেলে তারেক (১৬), উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রারে মারুফ রশীদ (২৬) এবং চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের ইব্রাহিম খলিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি বলেন গত বুধবার তাদের নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে। সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। শনিবার যবিপ্রবির জিনোম সেন্টারে এই ৫ জনের করোনা শনাক্ত হয়। যে রিপোর্ট রোববার এসে পৌছায়। তিনি জানান উল্লেখিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।