Type to search

চৌগাছায় চামড়ার দাম না পেয়ে ক্ষুদ্ধ মৌসুমি ব্যবসায়ীরা

যশোর

চৌগাছায় চামড়ার দাম না পেয়ে ক্ষুদ্ধ মৌসুমি ব্যবসায়ীরা

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ চৌগাছায় কোরবানির চমড়া নিয়ে বিপাকে পড়েছে মৌসুমী ব্যবসায়িরা। ব্যবসায়িরা গরুর চমড়া ১০০ থেকে ২৫০ টাকায় ক্রয় করেছে।ছাগলের চামড়া ব্যবসায়ীরা বিনা মূল্য নিয়েছে। চৌগাছার চামড়া ব্যবসায়ী রনজিৎ কুমার ও রোমজান আলী বলেন এর আগে চামড়া আমরা যশোর রাজার হাট,ঢাকা, নাটোর, টেংরারিতে বিক্রয় করতাম পূর্বে ৬ বছরের টাকা পাবো তারা দেয়না । চমড়া বিদেশে রপ্তানি হত তখন চামার দাম বেশি ছিল এখন চামড়া বিদেশি রপ্তানি হয় না এই জন্য বিক্রয় কম এই জন্য চমড়ার দাম কম । বিষেজ্ঞদের ধারনা চামড়ার দাম না থাকা চৌগাছা সীমান্ত এলাকা এই জন্য চামড়া ভারতে পাচার হতে পারে সেই জন্য প্রশাসনের দৃষ্ট আকর্ষন করছি যাতে চামড়া পাচার না হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *