Type to search

চৌগাছায় কপোতাক্ষ নদ পূর্ণ খনন পরিদর্শন করলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ

চৌগাছা

চৌগাছায় কপোতাক্ষ নদ পূর্ণ খনন পরিদর্শন করলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ

চৌগাছা (যষোর) প্রতিনিধিঃ

কপোতাক্ষ নদের নাব্য ফিরে পেতে চলছে তার অতীত ঐতিয্য গৌরবের প্রতিক হিসাবে মহাকবি মাইকেল মুধুসুদন দত্তের কপোতাক্ষ নদের যৌবন ফিরে পেতে চলছে খনন কাজ । কপোতাক্ষ নদ পলি মাঠিতে জমে ভরাট হয়েগিছে। নদের নাব্যতা ও গভিরতা হারিয়েছে খরা মৌসুমিতে নদেতে পানি থাকেনা ।নদের দুই পাড়ে দখল দারের হাতে জিম্মি । নদের খনন গভিরতা হলে নদেতে পানি থাকলে মৎস্য জীবী মালো সম্প্রদায় মাছ ধরে জীবিকা নির্ভয়ে করবে।তবে কপোতাক্ষ নদের দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্তের পথে। গতকাল রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার সমায় চৌগাছা উপজেলায় কমরপুর গ্রামের খনন কাজ প্ররিদর্শন করেন দায়িত্বপ্রাপ্ত মূলঠিকাদারি প্রতিষ্ঠান ও সাব-ঠিকাদারদের অগ্রগতি পরিদর্শন কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্ঠা ইশবাল কবির জাহিদ,কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কোচাঁদপুর উপজেলা আহবায়ক আতাউর রহমান বাবলু,চৌগাছা কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্ঠা সাহাজান আলী,সহ-কারী অধ্যাপক আলাউদ্দিস তিনারা বলেন কপোতাক্ষ খনন সমায় নদের মাঝ থেকে মাঠি কেটে নদের পারে রাখছে ।যদি বৃষ্টি হয় তাহলে আবার মাঠি গুলো নদের ভিতরে চলে যাবে। আবার নদী মাঠি দ্বারা ভরাট হয়ে যাবে।এসমায় কর্তৃপক্ষের দৃষ্টি আকাষন করে বলেন আপনারা য়ে ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন। সেটা সরকারী নিয়মনীতি মোতাবেক শিডিউল মোতাবেক হওয়া চায়।শিডিউল বাহিরে গিয়ে কাজ করলে তাহলে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটি আপনার বিরুদ্ধে অবস্থান নেবে।