Type to search

চৌগাছায় ওয়েভ ফাউন্ডেশনের এর উদ্দোগে বিশ্ব টয়লেট দিবস পালন

চৌগাছা

চৌগাছায় ওয়েভ ফাউন্ডেশনের এর উদ্দোগে বিশ্ব টয়লেট দিবস পালন

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছায় টয়লেট দিবসে প্রতিপাদ্য বিষয় ” পরিবর্তনকে তরাম্বিত করণ” এই শ্লোগান কে সামনে রেখে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে টয়েলট দিবস পালিত হয়।মঙ্গলবার (২৮ শে নভেম্বর) সকাল সারে ১০ টায় সময় উপজেলার হাজিপুর গ্রামের সূচনা মহিলা সমিতির বিশ্ব টয়লেট দিবসে সকল নারী ও পুরুষ , শিশু গ্রাম অঞ্চলে প্রাত্যহিক জীবনে নিয়ম অনুযায়ী টয়লেট ব্যবহার অভ্যাস করার জন্য জোরালো ভাবে মেনেচলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই অঞ্চলের নিয়ম মেনে টয়লেট ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো ভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন আলোচনা শেষে হজিপুর গ্রামের সাধারণ নারী ,পুরুষ ও ছাত্র-ছাত্রী সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ‘পরির্তনকেতরাশ্বিতকরণ “স্লোগান প্রদান করে।র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য খুব প্রকৌশলী ফেরদৌসী খাতুন, ওয়েভ ফাউন্ডেশনের এ্যাকসেস প্রকল্পের ফিল্ম মনিটর শামিম আজাদ,ইউনিট ম্যানেজার আতিয়ার রহমান, সিডিও তরিকুল ইসলাম সহ হাজীপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।