Type to search

চৌগাছায় এডমিরাল আজিজুর রহমানের ঈদ সামগ্রি বিতরণ

অভয়নগর

চৌগাছায় এডমিরাল আজিজুর রহমানের ঈদ সামগ্রি বিতরণ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায়   সাধারণ মানুষের  সাথে  ঈদ কে ভাগাভাগি করার জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি পিস,  জামা   নগদ টাকা ২৭০০ জনের বিতারণ করেন জোসনা ইলেকট্রনিকের প্রোপাইটার  এ্যাডমিরাল আজিজুর রহমান। বৃহস্পতিবার (২০এপ্রিল)  সকাল ৭টার সময় নিজ বাড়িতে অসহায় গরিব মানুষের , প্রতিবন্ধী মাঝে বস্ত্র বিতারণ করার সময় উপস্থিত ছিলেন  পৌর প্যানেল মেয়র জোসনা খাতুন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নান। এ্যাডমিরাল আজিজুর রহমান বলেন, প্রতিবছরের নায় ঈদুল ফিতরের সাধারণ মানুষের নতুন বস্ত্র বিতরণ করে থাকি।  আল্লাহ যতদিন  জীবিত রাখবেন এভাবে সেবা করে যাব।