Type to search

চৌগাছায়  ইফতার সমগ্রী বিতারণ করেন আওয়ামী লীগ নেতা অমিত কুমার বসু

যশোর

চৌগাছায়  ইফতার সমগ্রী বিতারণ করেন আওয়ামী লীগ নেতা অমিত কুমার বসু

শ্যামল দত্ত(যশোর) চৌগাছাথেকেঃযশোরের চৌগাছায় ১৫০ টি পরিবারের মাঝে রাতের অধারে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সমগ্রী উপহার দিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ও চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যনিবাহী সদস্য তরুণ সমাজ সেবক অমিত কুমার বসু নিজ অর্থায়নে চৌগাছা পৌর সভা ৬ নং ওয়ার্ড ১৫০ টি পরিবারের মাঝে ইফতারী সমগ্রী তুলে দেন। কেজি সিমায়,১ কোজ ছোলা,১কেজি আলু,১কেজি মুড়ি,৫০০ গ্রাম চিনি,৫০০গ্রাম পিয়াজ ,ইফতার সমগ্রী উপহার হিসাবে প্রদান করেন।চৌগাছা সেচছাসেবকের নেতা মেহেদী হাছান,নান্নু মিয়া, দেব মিত্র এলাকার গণ্য মান্য বেক্তি বর্গ উপস্থিত ছিলেন। এবছরে করোনা ভাইরাসের কানে মানুষ কর্মহীন ও ঘর বন্ধী হয়ে পড়েছে।সরকারের নিদের্শনা অনুযায় কর্মহীন ও ঘর বন্ধী মানুষের মাঝে উপহার হিসাবে ইফতার সমগ্রী তিুলে দেন ।