Type to search

চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চৌগাছা

চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা জাগ্রত নাগরিক কমিটি (জনাক) চৌগাছার আয়োজনে আলোচনা সভা ও র‌্যালীর অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে উপজেলা পরিষদের সামনের চৌগাছা-কোটচাঁদপুর সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, জাগ্রত নাগরিক কমিটি (জানাক) চৌগাছা সদস্য

রাসেল আশরাফ,আনিসুর রহমান আনিস, অরূপ রায়, রাফেজা খাতুন, শ্যামল দত্ত , নাজমা আক্তার শিমু আল্পনা মিশ্র, শওকত মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *