Type to search

চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও খেজুর গুড়ের মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত

চৌগাছা

চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও খেজুর গুড়ের মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও খেজুর গুড়ের মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা আল-ইমরান, ইউপি চেয়ারম্যান নুরুল কদর, মোমিনুর রহমান, আবুল কাশেম, আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত।

এসময় আন্দুলিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, উপজেলা খেজুর গাছি কমিটির সভাপতি জিন্নাত আলী, খেজুর গাছি মারুফ হাসান, সেলিম হোসেন, দাউদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটির সভায় সীমান্তে মাদক চোরাচালান বন্ধে জোর দাবি ও বাজারের যানযট নিরসনের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।