চৌগাছার ভাইস চেয়ারম্যানের পরিবারের ৪ জনের করোনা
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়ের মা কৃষ্ণা মিশ্র (৬৫), স্ত্রী সুস্মিতা মিশ্র (৪০) ও দুই মেয়ে জয়িতা মিশ্র (১৬) ও শৃজা মিশ্র (৫) এর করোনা শনাক্ত হয়েছে। শনিবার র্যাপিড টেস্টে তাদের করোনা শনাক্ত হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান জয় ও মেঝো মেয়ের জ¦র থাকলেও করোনা শনাক্ত না হওয়ায় তাদের নমুনা যবিপ্রবি’র (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়) জিনোম সেন্টারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেবাশীষ মিশ্র জয় তাঁদের সুস্থতার জন্য উপজেলাবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।