Type to search

চৌগাছায় বাজারে আবারো ভোর বেলায় দুইটি দোকানে চুরি সংঘটিত হয়েছে

চৌগাছা

চৌগাছায় বাজারে আবারো ভোর বেলায় দুইটি দোকানে চুরি সংঘটিত হয়েছে

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায়া ভোর বেলায় সন্ধানী ইলেকট্রনিক দোকান স্বত্বাধিকার আবুল হোসেন খান (৫০)ও মোস্তফা কম্পিউটার দোকান স্বত্বাধিকারী গোলাম মোস্তফা (৩২)দুইটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৩ মে) ভোর বেলায় চৌগাছা মেইন স্ট্যান্ডে পাশে সন্ধানী ইলেকট্রনিক্স দোকান মালিক আবুল হোসেন খান বেলায় স্কুলের পথে যেতে দোকানের শাটার কেটে ও উঁচু করে এবং শাটার সামনে বস্তা রাখে যাতে কেউ বুঝতে না পারে ভিতর ঢুকে ড্রয়ায়ের খুলে হনুমান ১ লক্ষ ৫০হাজার টাকা নিয়ে যায় এবং মোস্তফা কম্পিউটার স্বত্বাধিকার গোলাম মোস্তফা দোকানের পিছনের ভেন্টিলেটর ভেঙ্গ ড্রয়ার খুলে অনুমান ৪৯ হাজার টাকা ও একটি চেক বই, এটিএম কার্ড নিয়ে যায় সিসি ক্যামেরায় ফুটেজ দেখে চুরি সংঘটিত হয় । ফজরের নামাজের পর এবং ভোর পাঁচটায় দুইটা দোকানে মোট অনুমান ২ লক্ষ টাকা চুরি করে চোর পালিয়ে যায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে তিনটি যুবক ছেলে চুরি সংঘটিত কাজ পাওয়া গিয়েছে। চৌগাছা উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী ইবাৎ হোসেন বলেন বাজার সমিতির নাইট গার্ড ডিউটি ভোর ৫ টা পর্যন্ত নাইটগার্ড চলে এই ছুরি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত চলছে। চোর ধরার জন্য পুলিশ প্রশাসন ও বাজার ব্যবসায়ী সমিতি একযোগে কাজ করছি অবশ্যই ধরা পড়বে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন চৌগাছা বাজার দুটি দোকানে চুরি হয়েছে চোর চক্রের সদস্যদের ধরার জন্য চেষ্টা চলছে।