Type to search

চৌগাছায় কপোতাক্ষ নদীর পাড় থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

চৌগাছা

চৌগাছায় কপোতাক্ষ নদীর পাড় থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছা স্বরুপদায় ইউনিয়ন ধোনার খালের পাশে কপোতাক্ষ নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় মিরাজ হোসেন চয়ন (১৭) লাশ উদ্ধার। সোমবার বেলা (১৩ মে)১১,৩০হূদাচৌগাছা গ্রামের সবুজ মন্ডল ছিলে মিরাজ হোসেন চয়ন(১৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ওই অঞ্চলের কৃষক প্রতিদিনের নাই নিজের জমিতে কাজ করতে গিয়েছিল দেখে যে কপোতাক্ষ নদীর পাড়ে বস্তাবন্দি কিছু আছে এবং দুর্গন্ধ আসছে তখন থানার পুলিশকে খবর দিলে লাশ‌ উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে মর্গে পাঠানো হয়। চৌগাছা থানার কর্তব্যরত এস আই ইনামুল হক বলেন নদীর পার থেকে  বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিস শনাক্ত প্রস্তুতি চলছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল সবুজ বলেন বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে সত্যতা নিশ্চিত করেছেন।