Type to search

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

যশোর

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

আজ (২৬ আগষ্ট) শুক্রবার দুপুরে যশোরের গরীবশাহ্ মাজারের নিকট থেকে, একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ সোহাগ হাওলাদার (২০) ও সালাউদ্দিন হোসেন সাগর (২১) নামের চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুরতন কসবা ফাঁড়ির একটি চৌকস টীম।
আটককৃতরা হলেন, শহরের পূর্ববারান্দী মেঠোপুকুর এলাকার মৃত মোস্তফা হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার ও  ঐ একই এলাকার মোসলেম উদ্দিনের  ছেলে সালাউদ্দিন সাগর।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন,  গোপন সূত্র খবর পান, চোরাই পালসার মোটরসাইকেল নিয়ে চোর চক্রের কয়েকজন সদস্য শহরের বকুলতলা গরিবশাহ্ মাজার পার হবে।

উক্ত সংবাদের ভিত্তিতে বেলা ১২টায় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি টীম সেখান থেকে মোটরসাইকেলসহ ওই দুই চোরকে আটক করে।

তিনি বলেন, চুরির বিষয়টি  সোহাগ ও সাগর পুলিশের কাছে স্বীকার করেছে এবং এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।