চুয়াডাঙ্গার মোহাম্মদজুম্মায় পরকীয়ার জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা
চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের কৌদোপাড়ার স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রী মর্জিনা খাতুনকে (৩২) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাতে তাকে হত্যার পর বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে, অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত মর্জিনা খাতুন একই গ্রামের মৃত সফি উদ্দীনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। আটক ইব্রাহিম ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
স্থানীয় ও প্রতিবেশীরা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল। স্বামী ইব্রাহিম প্রতিবেশী এক নারীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। কয়েক দিন আগে ওই পরকীয়া প্রেমিকার স্বামী বিষয়টি জেনে ফেলায় তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। তালাক হওয়ার পর পরকীয়া প্রেমিকা ইব্রাহিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে ইব্রাহিম ও মর্জিনার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রাতে ইব্রাহিম তার স্ত্রী মর্জিনা খাতুনের গলা টিপে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
কুতুবপুর পুলিশ ক্যাম্পের এসআই ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ইব্রাহিমকে গ্রামবাসীর হাতে আটক অবস্থায় দেখা যায়। মর্জিনা খাতুনের গলায় সামান্য একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। একইসাথে অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।