এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যু এক লাখ ৬০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে এক হাজার ৩৬২ জন।
ব্রাজিলেও একদিনে শনাক্ত হয়েছে ৫৬ হাজারের বেশি। আর মারা গেছে প্রায় ১৪ শ’। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছে ৮৫৭ জন। আর শনাক্ত হয়েছে ছয় হাজারের বেশি।
ভারতে একদিনে মারা গেছে প্রায় সাড়ে আটশ’ জন। শনাক্ত হয়েছে ৫১ হাজারের বেশি মানুষ।