Type to search

চন্দ্রিমা থানা ওসি মোঃসিরাজুম মনিরের মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ও তার প্রশংসনীয় কার্যক্রম”

জাতীয়

চন্দ্রিমা থানা ওসি মোঃসিরাজুম মনিরের মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ও তার প্রশংসনীয় কার্যক্রম”

আকাশ, রাজশাহী প্রতিনিধিঃ চন্দ্রিমা থানা ওসির প্রসংশনীয় কার্যক্রম দেখে এলাকাবাসী শন্তস প্রকাশ করে বলেন মনিরের মতো ওসি প্রতিটি থানায় থাকলে সেই এলাকা পাল্টে যাবে। গত ২২/০৮/২০২০ইং তারিখ রাতে গাজা সহ ১৫জনকে গ্রেফতার করে তাদের মামলা দিয়ে কোর্টে চালান করা হয়।শুধু তাই নয় ওসি মনির বিভিন্ন সময় মাদক আটক করে এলাকাকে মাদক মুক্ত রাকতে বিশেষ ভূমিকা রাখছেন। এতে করে এলাকার অনেক মাদকসেবী এখন মাদক থেকে দূরে সরে যাচ্ছে। চন্দ্রিমা থানার ওসি মনির লক ডাউনের সময় বিভিন্নভাবে তার নিজ উদ্দ্যোগে অসহায় গরীব পরিবার গুলোকে সাহায্য করেছেন।তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য তার থানাসহ এলাকার বিভিন্ন মানুষকে সচেতন করেন। তিনি বিট পুলিশিং-এর মাধ্যমে জনসেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দিচ্ছেন।তার এই ধরনের কার্যক্রমের কারনে তিনি হয়ে উঠেছেন এলাকাবাসী প্রানে স্পন্দন।ওসি মনির ভাইয়ের এই ধারা চলমান থাকুক এবং তিনি মাদককে সমূলে উৎপাটন করে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে উঠুক এবং তার মতো ওসি প্রতিটি থানায় অন্তরভূক্ত হোক এই প্রত্যাশা এলাকাবাসীর। সব মিলিয়ে এলাকাবাসী চন্দ্রিমা থানার ওসিকে আন্তরিক অভিনন্দন জানায়।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *