চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও আক্রান্ত হয়েছেন ১২৫ জন। এছাড়া গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন।
এদিকে, নভেম্বরের চেয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দ্বিগুণেরও বেশি। নভেম্বরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। আর ৩০ ডিসেম্বর পর্যন্ত তা এসে দাঁড়িয়েছে ৪০ জন। নভেম্বরে মৃত্যুহার ১ দশমিক ৬ শতাংশ হলেও এ মাসে বেড়ে হয়েছে ১ দশমিক ১৯ শতাংশ।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩৩৯ জন। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আংশকা করছেন বিশেষজ্ঞরা।
সূত্র, DBC বাংলা