গৌরব ঐতিহ্যের ৩৯ বছর পার করলো বাংলাদেশ ছাত্রমৈত্রী
প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:ঐক্য সংগ্রাম গৌরব ঐতিহ্যের ৩৯ বছর পার করলো বাংলাদেশ ছাত্রমৈত্রী।এ উপলক্ষে যশোর জেলার দুই দিনের কর্মসূচির আজ ছিল প্রথম দিন। দিনটি যথাযত মর্জাদায় পালন করেছে যশোর জেলা শাখা। আজ সন্ধ্যা ৭ টার জেলা কমিটির উদ্যোগে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এবং সকল শহীদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলিত করে স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সদস্য কমরেড শুকান্ত দাস। কমরেড আব্দুর রশীদ ডলার। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি ২০১৯ এর আহবায়ক অরুপ কুমার মিত্র। জেলা ছাত্র মৈত্রী সভাপতি শ্যামল শর্মা। জেলা সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, জেলা। রাজনৈতিক সম্পাদক শুভ্র বিশ্বাস। এম এম কলেজ শাখা সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। সমাজকল্যাণ সম্পাদক শাখাওয়াত খান। সদস্য শাহীন হোসেন, ফয়সাল, রনী খান প্রমুখ।
Attachments area
|
|
|