Type to search

গোসল করাতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

অভয়নগর

গোসল করাতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

অভয়নগর(যশোর) প্রতিনিধি:
গোসল করাতে গিয়ে মায়ের রেখে যাওয়া বালতির পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে অভয়নগর উপজেলার কোটা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম লামিয়া খাতুন তার বয়স ১৮ মাস। সে ওই গ্রামের মোস্তাফিজুর রহমান মল্লিকের মেয়ে।
মোস্তাফিজুর রহমান মল্লিক জানান, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। আজ সকালে তিনি কাজ করতে যান। সকাল ১১টার দিকে লামিয়াকে গোসল করানোর জন্য তার মা একটি বালতিতে পানি ভরতি করে বালতিটি বারান্দায় রেখে গামছা আনতে ঘরের ভেতরে যান। এসময় লামিয়া হামাগুঁড়ি দিয়ে বালতি ধরে দাঁড়াতে গেলে উপুড় হয়ে বালতির মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোহানা আজমী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার পরিদর্শক(তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।