Type to search

গুইমারায় মাছের পোনা বিতরণ

জাতীয়

গুইমারায় মাছের পোনা বিতরণ

এফএইচ সুমন,খাগড়াছড়ি  প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মৎস্য অফিসের ব্যবস্থাপনায় মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষের সামনে থেকে মাছের পোনা বিতরণ কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এ কর্মসূচির আওতায় ৩০ জন মৎস্য চাষিকে বিভিন্ন জাতের মিশ্র মাছের পোনা সরবরাহ করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের মৎস্য চাষিদের বন্টন করে দেয়া হয়েছে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান। যে সকল মৎস্য চাষিদেরকে পোনা বিতরণ করা হয়েছে, তারা যেন নিজ নিজ প্রকল্পের পুকুর/জলাশয়ে নিজ দায়িত্বে ফেলে দেয় এবং পোনাগুলোর যত্ন নেয়। তাহলে অত্র এলাকার মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

Tags: