নিহত মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ এলাকায়। তার স্ত্রী জানান- রাজধানীর শনিরআখরায় তারা থাকলেও প্রায়ই মামুন বিকালে গাজীপুরে যেতো। তবে সে কোথায় বা কার কাছে যেতো সেটা সে জানতো না।
বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান নিহত মামুন অনেক আগে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো বলে জানা গেলেও সে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ছিল।
প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে মামুনের পুরনো সঙ্গীরাই তাকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র, DBC বাংলা