Type to search

খুলনা জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

খুলনা জাতীয়

খুলনা জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

খুলনা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় রূপসা মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপজেলা যুবলীগের আহŸায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে এক সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান জামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না, মুস্তাফিজুর রহমান মুক্তার, কামরুল হোসেন বুলবুল, যুবলীগ নেতা প্রজেন দাস, হারুন মোল্লা, প্রদীপ বিশ্বাস, সরদার নূরুজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রাফেল হোসেন বাবু, রেজাউল ইসলাম, তালিউর রহমান সানি, বিবেক আনন্দ রায়, কবির আহমেদ মনা, আকাশ, আরিফুল ইসলাম কাজল, আল মোমিন লিটন, এস এম আশফাকুর রহমান রাজিব, সুব্রত বাগচি, ইমন বাগচি, বাদশা মিয়া, আশিষ রায়, মজিদ শেখ, শাহনেওয়াজ কবির টিংকু, নোমান ওসমানী রিচি, রতন মন্ডল, মারুফ খান, আব্দুল রশিদ, মো. জাকির শেখ, আবুল কালাম আজাদ, বাবুল মোল্লা, সাইফুল ইসলাম শাওন, তারেক আজিজ, চিশতি নাজমুল বাশার, মফিজুর রহমান মুন্না, আবিদ হাসান ফাহিম।
এসময় কলেজ চত্বরে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়। পরে দলীয় কর্মী ও সাধারণ কর্মীদের মধ্যে গাছ বিতরণ করা হয়।

Tags: