খুলনা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতির ইন্তেকাল
খুলনা সংবাদদাতা:
আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমণি ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ আগা খান ৭ জুলাই বেলা ১১টায় কষ্টজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার ইশাবাদ শিরোমণি পূর্বপাড়া বাইতুল আকসা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ও শোক শন্তপ্ত পরিবাওে প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি এসএ রহমান বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর, কাজী মিজানুর রহমান, মোল্যা আইউব হোসেন, মিনা মুরাদ হোসেন,মোঃ জাহিদুল ইসলাম, শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোলায়মান, শেখ নাসির উদ্দিন, আলহাজ্ব শেখ আল- আমিন, আরিফুল ইসলাম, মীর শাহাজাহান আলী, মোঃ ফরহাদ হোসেন, মোক্তার বিশ্বাস,আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, শেখ কওসার আলী, কাজী হাফিজুর রহমান, ফকরুল ইসলাম, মারুফ হোসেন, খয়বার হোসেন, মোঃ বাসার হোসেন, মিয়া রফিকুল ইসলাম, মিয়া এমলাক হোসেন, সরদার নজরুল ইসলাম, রুহুল আমিন, বাবর আলী প্রমুখ।