Type to search

খুলনায় স্বেচ্ছাসেবক দলের ১০৩টি ইউনিটের কমিটি গঠন

খুলনা

খুলনায় স্বেচ্ছাসেবক দলের ১০৩টি ইউনিটের কমিটি গঠন

খুলনা বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ১০৩টি কমিটি গঠনের কাজ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নড়াইল জেলা দিয়ে শুরু করে এ পর্যন্ত ১০টি জেলা ও একটি মহানগরী নিয়ে গঠিত ১১টি জেলা ইউনিটের ১০৩টি উপজেলা ও পৌর সাংগঠনিক ইউনিট করা হয়েছে। প্রত্যেকটিতে কর্মী সমাবেশের মধ্য দিয়ে কমিটিগুলো গঠিত হয়েছে।

দলের বিভাগীয় সাংগঠনিক কমিটির দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা জানান, জামির হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় টিমে কাজ করেছেন বিভাগীয় সহ-সভাপতি তৈয়েবুর রহমান, যুগ্ম-সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না এবং খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গালিব ইমতিয়াজ নাহিদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল খুলনা বিভাগের জন্য এ কমিটি গঠন করে।

কমিটিগুলো হলো- (১) মাগুরা সদর থানা, (২) মাগুরা পৌরসভা, (৩) দক্ষিণ মাগুরা, (৪) হরিণাকুন্ডু উপজেলা, (৫) হরিণাকুন্ডু পৌরসভা, (৬) কোটচাঁদপুর পৌরসভা, (৭) শৈলকুপা উপজেলা, (৮) শৈলকুপা পৌরসভা, (৯) কালীগঞ্জ উপজেলা, (১০) কালীগঞ্জ পৌরসভা, (১১) যশোর সদর থানা, (১২) চৌগাছা থানা, (১৩) চৌগাছা পৌরসভা, (১৪) অভনগর থানা, (১৫) কেশবপুর থানা, (১৬) কেশবপুর পৌরসভা, (১৭) মনিরামপুর থানা, (১৮) বাঘারপাড়া থানা, (১৯) বাঘারপাড়া পৌরসভা, (২০) যশোর পৌরসভা, (২১) খালিশপুর থানা, (২২) দৌলতপুর থানা, (২৩) খান জাহান আলী থানা, (২৪) সোনাডাঙ্গা থানা, (২৫) সদর থানা, (২৬) রূপসা, (২৭) তেরখাদা, (২৮) দিঘলিয়া, (২৯) ডুমুরিয়া, (৩০) বটিয়াঘাটা, (৩১) কয়রা থানা, (৩২) দাকোপ থানা, (৩৩) চালনা পৌর দাকোব থানার অন্তর্গত, (৩৪) পাইকগাছা থানা, (৩৫) পাইকগাছা পৌর, (৩৬) শ্রীপুর উপজেলা, (৩৭) মুহম্মদপুর থানা, (৩৮) শালিখা থানা, (৩৯) ঝিনাইদহ সদর পৌরসভা, (৪০) ঝিনাইদহ সদর উপজেলা, (৪১) মহেশপুর উপজেলা, (৪২) মহেশপুর পৌরসভা, (৪৩) কোটচাঁদপুর উপজেলা, (৪৪) নওয়াপাড়া পৌরসভা, (৪৫) ঝিকরগাছা উপজেলা, (৪৬) ঝিকরগাছা পৌরসভা, (৪৭) মনিরামপুর পৌরসভা, (৪৮) শার্শা উপজেলা, (৪৯) বেনাপোল পৌরসভা, (৫০) পাইকগাছা পৌরসভা, (৫১) ফুলতলা উপজেলা, (৫২) জীবননগর থানা, (৫৩) জীবননগর পৌরসভা, (৫৪) দর্শনা থানা, (৫৫) দর্শনা পৌরসভা, (৫৬) দামুড়হুদা থানা, (৫৭) আলমডাঙ্গা থানা, (৫৮) আলমডাঙ্গা পৌরসভা, (৫৯) চুয়াডাঙ্গা সদর, (৬০) চুয়াডাঙ্গা পৌরসভা, (৬১) সাতক্ষীরা সদর, (৬২) সাতক্ষীরা পৌরসভা, (৬৩) কালীগঞ্জ উপজেলা, (৬৫) শ্যামনগর উপজেলা, (৬৬) তালা উপজেলা, (৬৭) কলারোয়া পৌরসভা, (৬৮) কলারোয়া উপজেলা, (৬৯) আশাশুনি উপজেলা, (৭০) দেবহাটা উপজেলা, (৭১) দৌলতপুর উপজেলা, (৭২) মিরপুর উপজেলা, (৭৩) মিরপুর পৌরসভা, (৭৪) ভেড়ামারা উপজেলা, (৭৫) ভেড়ামারা পৌরসভা, (৭৬) কুষ্টিয়া সদর উপজেলা, (৭৭) কুষ্টিয়া সদর পৌর শাখা, (৭৮) কুমারখালী উপজেলা, (৭৯) কুমারখালী পৌর শাখা, (৮০) মেহেরপুর উপজেলা, (৮১) মেহেরপুর পৌরসভা, (৮২) মুজিবনগর উপজেলা, (৮৩) গাংনী উপজেলা, (৮৪) গাংনী পৌরসভা, (৮৫) মেহেরপুর উপজেলা, (৮৬) মোল্লাহাট উপজেলা, (৮৭) চিতলমারী উপজেলা, (৮৮) ফকিরহাট উপজেলা, (৮৯) কচুয়া উপজেলা, (৯০) বাগেরহাট সদর উপজেলা, (৯১) বাগেরহাট পৌরসভা, (৯২) রামপাল উপজেলা, (৯৩) মোংলা উপজেলা, (৯৪) মোংলা পৌরসভা, (৯৫) মোরেলগঞ্জ উপজেলা, (৯৬) মোরেলগঞ্জ পৌরসভা, (৯৭) শরণখোলা উপজেলা, (৯৮) নড়াইল সদর উপজেলা, (৯৯) নড়াইল পৌরসভা, (১০০) লোহাগড়া উপজেলা, (১০১) লোহাগড়া পৌরসভা, (১০২) কালিয়া উপজেলা, (১০৩) কালিয়া পৌরসভা ও (১০৩) নড়াগাতী থানা।সূত্র,বাংলা ট্রিবিউন 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *